পশ্চিমবঙ্গে 957 ফুড সাবইন্সপেক্টর নিয়োগ west Bengal sub ordinate Food and Supplies Service Grade 3 তে।
![]() |
Food Sub-inspector recruitment 2018. |
আপনি কি সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর।PSC নিয়ে এসেছে আপনার জন্য সরকারি চাকরির এক সুবর্ন সুযোগ।আপনি যদি আগ্রহী হন তাহলে আমাদের এই আর্টিকেল টি মনযোগ সহকারে পড়ুন।
Details
বিজ্ঞপ্তি নম্বর:- 26/2018.
আবেদন শুরু হবে:- 22 aug 2018 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
নিয়োগ সংস্থা:- পাব্লিক সার্ভিস কমিশন।
শূন্যপদের সংখ্যা:- শূন্যপদের মোট সংখ্যা হল 957 জন( UR:- 456,SC- 208,ST- 58, OBC-A - 98, OBC-B - 69,Ex-army - 50, meritorious player- 20) ।
বেতন:- এই পদের বেতন হল 5400 - 25200 টাকা ,গ্রেড পে - 2600, ও অন্যান্য ভাতা।
যোগ্যতা:- WBSE থেকে মাধ্যমিক পাস বা সমতুল যোগ্যতা।সাথে বাংলা ভালোভাবে লিখতে,বলতে,পড়তে জানতে হবে।
বয়স:- বয়স হতে হবে 1 jan 2018 এর হিসেবে 18 - 40 বছর।সংরক্ষিতরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:- লিখিত ও পারসোনালিটি টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।লিখিত পরীক্ষা হবে মোট 100 নম্বরের,সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট।পারসোনালিটি টেস্টে থাকবে 20 নম্বর।
আবেদন মূল্য:- আবেদন ফি লাগবে 110 টাকা সাথে সার্ভিস চার্জ ও জিএসটি। SC/ST দের ক্ষেত্রে আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের মাধ্যম:- অনলাইন। আবেদন করার আগে অনটাইম রেজিস্ট্রেশন করতে হবে।
Website:- www.pscwbapplication.in
** বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
*** কোন জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করে জানান।
No comments:
Post a Comment