![]() |
এলাচ |
এলাচের উপকারিতা :-
- হজম শক্তি বৃদ্ধি করতে এলাচ খুব উপকারী।বুক জ্বালা, বমিভাব ইত্যাদি পেটের সমস্যা হলে গরম জলে এলাচ থেঁতো করে মিশিয়ে খেতে পারেন ,দেখবেন সমস্যা অনেকটাই কমবে।নিয়মিত এলাচ খেলে খিদেও বাড়ে।
- এলাচ হার্ট ভালো রাখতে সাহায্য করে।আপনার রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত এলাচ খেতে পারেন।
- আজকাল কার দিনে মুখে দুর্গন্ধের সমস্যা প্রায় অনেকেরই।এই সমস্যার একটি ঘরোয়া নিরাপদ সমাধান হল এলাচ।এলাচ আন্টি-ব্যাকটেরিয়াল গুনে ঠাসা তাই এটি মুখের দুর্গন্ধ,মাড়ির ইনফেকশন ইত্যাদি সমস্যায় খুব ফলদায়ী।
- সর্দি কাশি থেকে রেহাই পেতেও এলাচ ব্যবহার করা যেতে পারে।সিজন চেঞ্জ,ঠান্ডা লাগা ইত্যাদি ফলে হওয়া সর্দি ,কাশি ,মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে চায়ে এলাচ দিয়ে ফুঁটিয়ে খেতে পারেন।
- এলাচ এনিমিয়া/রক্তাল্পতা এর সমস্যা তেও খুব উপকারী।
- এলাচ শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে শরীর কে সুস্থ রাখতে সাহায্য করে।
- যৌন সমস্যার সমাধানেও এলাচের তুলনা নেই।বন্ধ্যাত্ব, যৌন জীবনে অনীহা ইত্যাদির ঔষধ রূপেও এলাচ খুব ফলদায়ক।
- এলাচ ক্যানসার প্রতিরোধে সহায়ক।এটি ক্যানসারের কোষ কে বৃদ্ধি হতে প্রতিরোধ করে।
No comments:
Post a Comment